রংপুরে রাবেয়া খাতুন নামে এক গৃহবধূকে হত্যা মামলায় ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে স্বামী সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, রংপুরের গণেশপুর শান্তিপাড়া এলাকায় গেল ১ এপ্রিল রাবেয়া খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর রাবেয়ার মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়ে দেন তার স্বামী। তবে রাবেয়ার স্বজনদের দাবি, তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় শুক্রবার নিহত রাবেয়ার ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।