ইফতার মাহফিল
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মঠবাড়িয়া শাখার আয়োজনে ‘সিয়াম, তাকওয়া ও সাদাকাহ’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণ বন্দর এলাকায় অবস্থিত ইসলামী ব্যাংকে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শাখা ব্যবস্থাপক মাহাবুবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র মঞ্জুর রহমান শিকদার, বিআরডিবির চেয়ারম্যান আরিফ উল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাকিল আহম্মেদ নওরোজ প্রমুখ।
বুনিয়াদি প্রশিক্ষণ
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শনিবার থেকে তিনদিন ব্যাপী স্থানীয় সাংবাদিকদের জন্য সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফসর ড. খোন্দকার নাসির উদ্দিন। পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পিআইবির পরিচালক (প্রশাসন) জাকির হোসেন, প্রশিক্ষণ সমন্বয়কারী পারভীন সুলতানা রাব্বী বক্তব্য রাখেন।
ত্রিবার্ষিক সম্মেলন
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জাতীয় সাংবাদিক সংস্থার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়াকে (দৈনিক জনতা) সভাপতি এবং মঞ্জুরুল আহসানকে (আলোকিত বাংলাদেশ) সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের কার্যকরি কমিটি গঠন করা হয়। শুক্রবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে ইফতার মাহফিল ও আলোচনা সভা শেষে সরাসরি কণ্ঠভোটের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়েছে।
খামারি সমাবেশ
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার উপজেলা প্রাণিসম্পদ অফিসের বাস্তবায়নে সি আই জি ও নন সি আই জি খামারি সমাবেশ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক কাজি ওয়াছি উদ্দীন। উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু এতে সভাপতিত্ব করেন।