ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবৈধ অস্ত্রসহ চার ভারতীয় নাগরিক ও দুই বাংলাদেশি সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার কুটি বাজারের মা প্লাজার আলিফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রিভলভার, চার রাউন্ড গুলি, দুটি দেশীয় পাইপগান, দুটি ওয়াকিটকি, চারটি মোবাইলসহ মোটরসাইকেল চুরির যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলো ভারতের বিশালগড় জেলার স্বর্ণজিত দেবনাথ, উত্তর ত্রিপুরা জেলার নির্মলেন্দু চৌধুরী, পশ্চিম ত্রিপুরা জেলার শংকর সরকার, একই জেলার রাজনগর এলাকার বিমল দাস, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আমজাদ হোসেন শাওন ও কসবা উপজেলার হাসিবুল হাসান অনিক।