আজকের পত্রিকাআপনি দেখছেন ১২-০৫-২০১৯ তারিখে পত্রিকা

ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদন্ড

চাঁদপুর প্রতিনিধি
| দেশ

চাঁদপুরে ইভটিজিং করার দায়ে শিপন নামে এক বখাটে যুবকের তিন মাসের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকালে চাঁদপুর মডেল থানায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান হোসেন সজিব। পুলিশ জানায়, সদর উপজেলার বাগাদী গনি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করত শিপন। শনিবার ওই ছাত্রীকে উত্ত্যক্ত করায় তাকে আটক করা হয়।