আজকের পত্রিকাআপনি দেখছেন ১২-০৫-২০১৯ তারিখে পত্রিকা

কুলিয়ারচরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫

কিশোরগঞ্জ প্রতিনিধি
| দেশ

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আগরপুর বাসস্ট্যান্ডে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশে জ¦ালানি তেলের লরি ওয়েলন্ডিং করার সময় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন অগ্নিদগ্ধ হয়েছেন। শুক্রবার সকালে আগরপুর বাসস্ট্যান্ডে মাহাতির ইঞ্জিনিয়ার ওয়ার্কসপে ওয়েলন্ডিং মিস্ত্রী শফিক মিয়া জ¦ালানি তেলের লরির ট্যাংকে ওয়েলন্ডিং ঝালাই করার সময় লরির একাংশ উড়ে যায়। এ সময় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন অগ্নিদগ্ধ হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ওয়েলন্ডিং মিস্ত্রি সেলিম মিয়া ও সালমান নামের এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।