আজকের পত্রিকাআপনি দেখছেন ১২-০৫-২০১৯ তারিখে পত্রিকা

নড়িয়ায় ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

শরীয়তপুর প্রতিনিধি
| দেশ

শরীয়তপুরের নড়িয়া উপজেলার চরআত্রা এলাকায় শনিবার ডাকাতি করা গরু বিক্রির সময় তিন ডাকাতকে ধরে গণধোলাই শেষে পুলিশে হস্তান্তর করে জনতা। নড়িয়া থানা পুলিশ আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেছে। আহত ডাকাতরা হলেন নড়িয়া উপজেলার নওপাড়া গ্রামের নুর আলম, উপসী বিশুগাঁও গ্রামের সেলিম বেপারী ও কানারগাঁও গ্রামের এবাদুল। নড়িয়া থানা পুলিশ সূত্র জানায়, শনিবার ভোরে ডাকাতি করা গরু নড়িয়া উপজেলার চরআত্রা এলাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করতে গেলে স্থানীয় জনতা টের পেয়ে তিন ডাকাতকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দেন।