আজকের পত্রিকাআপনি দেখছেন ১২-০৫-২০১৯ তারিখে পত্রিকা

গোপালগঞ্জে নার্সদের মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি
| দেশ

ঢাকার ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শাহীনুর আক্তার তানিয়ার ধর্ষণকারী ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন করা হয়েছে। গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট যৌথভাবে এ কর্মসূচি পালন করে। শনিবার সকালে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা তানিয়ার হাত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবি জানান। মানববন্ধন চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাধীনতা নার্সেস পরিষদের দপ্তর সম্পাদক উজ্জ্বল পান্ডে, সেবা তত্ত্বাবধায়ক প্রভাতি বিশ্বাস প্রমুখ।