আজকের পত্রিকাআপনি দেখছেন ১২-০৫-২০১৯ তারিখে পত্রিকা

ফেনী চেম্বার অব কমার্স নির্বাচনের মনোনয়নপত্র দাখিল

ফেনী প্রতিনিধি
| দেশ

আগামী ৮ জুন অনুষ্ঠিতব্য ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ২০১৯-২১ পরিচালনা পর্ষদের নির্বাচনের শনিবার আয়নুল কবির শামীমের নেতৃত্বে সাধারণ সদস্য পদে ১০ জন, সহযোগী সদস্য পদে ১৩ ও গ্রুপ সদস্যপদে একজন মনোনয়নপত্র দাখিল করেন। সাধারণ সদস্য পদে এককভাবে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন আয়নুল কবির শামীম, আবদুর রইছ কাইজার, সাইফুর রহমান সাইফু, ফরিদ উদ্দিন আহমেদ পাঠান, ড. বেলাল উদ্দিন আহম্মেদ, লোকমানুর রহমান ফরাজী, আনোয়ার হোসেন ভূঞা, রাশেদুল হক হাজারী, চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব ও নুর আজম।