আজকের পত্রিকাআপনি দেখছেন ১৫-০৫-২০১৯ তারিখে পত্রিকা

কলেজছাত্রসহ তিন জেলায় সড়কে ঝরল ৪ প্রাণ

আলোকিত ডেস্ক
| খবর

দেশের তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চারজন। এর মধ্যে পটুয়াখালীর কলাপাড়ায় কলেজছাত্র, ভাঙ্গায় পূবালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার এবং মধুপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া এসব দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ২৪ জন। প্রতিনিধিদের খবরÑ

পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় হাসিবুর রহমান (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার উমেদপুর নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ওই কলেজছাত্র নিহত হন। নিহত হাসিব কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি ডালবুগঞ্জ ইউনিয়নের পেয়ারপুর গ্রামের মো. মাসুম বিল্লাহর ছেলে।
জানা গেছে, মঙ্গলবার সকালে হাসিবুর রহমান নীল রঙের একটি টিভিএস অ্যাপাচি মোটরসাইকেল চালিয়ে কলাপাড়া যাচ্ছিলেন। পথিমধ্যে উমেদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌঁছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। কলাপাড়া থানার পুলিশ উপপরিদর্শক মো. শাখাওয়াত হোসেন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-ফরিদপুর-বরিশাল মহাসড়কের পূর্বসদরদী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ফরিদপুর পূবালী ব্যাংক আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার আহসান আল আসিফ (৩৫) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ব্যাংকের প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ফেলে রাখা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসিফ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পরানপুর গ্রামের সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল বাশার মোল্লার ছেলে।
ব্যাংক সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তাদের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে কর্তব্যরত চিকিৎসক আসিফকে মৃত ঘোষণা করেন। এ খবর ছড়িয়ে পড়লে সব পূবালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ও আসিফের এলাকায় শোকের ছায়া নেমে আসে।
টাঙ্গাইল : টাঙ্গাইলের মধুপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ২২ জন। মঙ্গলবার সকালে উপজেলার মধুপুরের গাংগাইর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মধুপুর উপজেলার মাঝিরা এলাকার ছাহেরা বেগম ও ট্রাকচালক বিশ্বজিৎ।
স্থানীয়রা জানান, মধুপুরের গাংগাইর নামক স্থানে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী প্রান্তিক পরিবহনের সঙ্গে মধুপুরগামী শ্রাবন্তী পরিবহনের ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের এক মহিলা যাত্রীসহ  ট্রাকচালকের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে মধুপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মধুপুর থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত দুইজনের লাশ উদ্ধার করে মধুপুর থানায় আনা হয়েছে। আহতদের উদ্ধার করে মধুপুর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।