আজকের পত্রিকাআপনি দেখছেন ১৫-০৫-২০১৯ তারিখে পত্রিকা

কিশোরগঞ্জে সাগর হত্যায় তিন সহোদর জেলহাজতে

কিশোরগঞ্জ প্রতিনিধি
| দেশ

কিশোরগঞ্জে কিশোর সাগর (১২) হত্যা মামলার আসামি তিন সহোদরকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। তারা হলেনÑ নূরু মিয়া, আবু হানিফ হাসু, সোহরাব ও দুলাল। মঙ্গলবার দুপুরে তারা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মো. সায়েদুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য, বৈশাখী মেলায় ঝগড়াকে কেন্দ্র করে ১৬ এপ্রিল রাতে পাট গবেষণা কেন্দ্রের সামনের সড়কে কিশোর সাগরকে কুপিয়ে হত্যা করে। এ ব্যাপারে ১০ জনকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা হয়।