আজকের পত্রিকাআপনি দেখছেন ১৫-০৫-২০১৯ তারিখে পত্রিকা

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি
| দেশ

বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে আলামিন ফার্মেসির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় এ আদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন সরকার জানান, ওই ফার্মেসি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ, যৌন উত্তেজক, বিক্রয় নিষিদ্ধ ও ডাক্তারি স্যাম্পল ওষুধ উদ্ধার করেন ভ্রাম্যমাণ আদালত। উদ্ধারকৃত ওষুধ জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।