টাঙ্গাইলে পুলিশের পিটুনিতে আহত রিকশাচালকের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব বহন করবে জেলা পুলিশ। এছাড়াও এ ঘটনায় রিকশাচালককে সুবিচারের আশ্বাস দিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। এ সময় রিকশাচালককে চিকিৎসা খরচ বাবদ ১০ হাজার টাকা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আহাদুজ্জামান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাসুদুর রহমান মনির, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিকুল ইসলাম, আহত রিকশাচালকের ভাই ও এলাকার জনপ্রতিনিধিরা। পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, আহত রিকশাচালক সুস্থ না হওয়া পর্যন্ত আমরা তার চিকিৎসা ও পরিবারের ভরণপোষণ ব্যয় বহন করব। এছাড়াও অভিযুক্ত গাড়িচালক আবুল খায়েরের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, সোমবার সকালে শহরের আকুরটাকুর পাড়ায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে পুলিশের ড্রাইভার গাড়ি থেকে নেমে লাঠি দিয়ে রিকশাচালক সেলিম মিয়ার হাতে আঘাত করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযুক্ত ড্রাইভারকে লাইনে ক্লোজ করা হয়। পরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাসুদুর রহমান মনিরকে প্রধান করে একটি তদন্ত টিম গঠন করা হয়।