আজকের পত্রিকাআপনি দেখছেন ১৭-০৫-২০১৯ তারিখে পত্রিকা

মাহে রমজান উপলক্ষে কুইজ প্রতিযোগিতা

| ইসলাম ও সমাজ

(সৌজন্যে : প্রান্ত প্রকাশন, ৩৬, বাংলাবাজার, ঢাকা)
আজকের প্রশ্ন
কোন সূরাকে উম্মুল কোরআন বলা হয়?
সঠিক কোনটি : ১. সূরা ইয়াসিন, ২. সূরা ফাতিহা ৩. সূরা মুলক।

আজকের সন্ধ্যার মধ্যেই abislamosomaj@gmail.com ঠিকানায় ই-মেইলের মাধ্যমে অথবা ০১৭৭৮৯৪৫৯৪৩ নম্বরে এসএমএস-এর মাধ্যমে উত্তর পাঠাতে হবে এবং উত্তরদাতার নাম ও পূর্ণ ঠিকানা উল্লেখ থাকতে হবে। একাধিক বিজয়ীর ক্ষেত্রে লটারির মাধ্যমে প্রতিদিন একজনকে পুরস্কৃত করা হবে।
গতকালের প্রশ্নের সঠিক উত্তর : হাশরের দিন ৮ জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করবে।
গতকালের সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারিতে বিজয়ী :  মো. বেলাল হোসেন, লেকচারার, বরগুনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, বরগুনা।