আজকের পত্রিকাআপনি দেখছেন ২৫-০৫-২০১৯ তারিখে পত্রিকা

বিধানসভা নির্বাচন সিকিমে পবন চামলিং সরকারের পতন

কলকাতা প্রতিনিধি
| আন্তর্জাতিক

একটানা ২৫ বছর ক্ষমতায় থাকার পর এবার পবন চামলিং সরকারের অবসান হলো ভারতের সিকিম রাজ্যে। এবারের বিধানসভা নির্বাচনে ৩২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে চামলিংয়ের সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্ট পেয়েছে ১৫ আসন। অন্যদিকে সিকিম ক্রান্তিকারী মোর্চা পেয়েছে ১৭ আসন। সিকিমের বিধানসভা নির্বাচন থেকে খালি হাতেই ফিরতে হয়েছে কংগ্রেস ও বিজেপিকে। এবারের নির্বাচনে প্রথমে বিজেপির সঙ্গে জোট গড়ে নির্বাচনে লড়ার কথা হয়েছিল সিকিম ক্রান্তিকারী মোর্চার। কিন্তু পরে তারা একাই লড়াই করার সিদ্ধান্ত নেয়। আর তাতেই মেলে সাফল্য। সিকিমের ৩২ আসনের মধ্যে ১৭ আসন দখল করে নেয় তারা। অন্যদিকে ২৫ বছর ধরে সিকিমে শাসন চালানো চামলিংয়ের দল পায় ১৫ আসন। ফলে এবার ক্ষমতা থেকে বিদায় নিতে হচ্ছে চামলিং সরকারকে।