ভারতে এবারের লোকসভা নির্বাচনে বিশাল ধাক্কা খেল লালুপ্রসাদের দল আরজেডি। লণ্ঠন প্রতীক নিয়ে এ আরজেডি দল প্রতিষ্ঠিত হওয়ার পর এবারই প্রথম তারা লোকসভায় কোনো আসন পেল না। এবারের সপ্তদশ লোকসভা নির্বাচনে কংগ্রেসসহ অন্যদের নিয়ে জোট গড়ে লড়াই করেছিল লালুপ্রসাদের ছেলে তেজস্বী যাদব। বিহারের ৪০ লোকসভা আসনের মধ্যে জোটের অন্যতম শরিক হিসেবে বিহারে ২০ আসনে লড়াই করেছিল আরজেডি। কিন্তু একটাও আসনে জয় পেল না তারা। বিহারের রাজনীতিতে ১৯৯৭ সাল থেকে লণ্ঠন প্রতীক নিয়ে লড়াই করে আসছে আরজেডি। ২০০৮ সালে তারা জাতীয় দলের মর্যাদা পায়। ১৯৯৮ সালে লোকসভায় লড়াই করে ১৭ আসন পায় আরজেডি। কিন্তু এবারে বিহারের মাটিতে নিভল লণ্ঠনের আলো। মহাজোটের শরিক হিসেবে বিহারে কংগ্রেস ৯ আসনে লড়াই করে পেয়েছে মাত্র একটি আসন। মহাজোটের অপর দুই সঙ্গী রাষ্ট্রীয় লোক সমতা পার্টি এবং হিন্দুস্থানি আওয়াম মোর্চা যথাক্রমে ৫ আসন ও ৩ আসনে লড়াই করে একটিতেও জিততে পারেনি। অন্যদিকে বিহারে বিজেপি-জেডিইউ-এলজেপি জোট ৪০ আসনের মধ্যে ৩৭টি দখল করেছে। এর মধ্যে বিজেপি পেয়েছে ১৭ আসন, জেডিইউ পেয়েছে ১৬ আসন এবং রাম বিলাস পাসোয়ানের এলজেপি পেয়েছে ৬ আসন।