এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে সিপিএম এবং কংগ্রেস মুছে যাওয়ার মতো অবস্থায় পৌঁছেছে। গেরুয়া ঝড়ের দাপটে সারা ভারতে পর্যুদস্ত হয়েছেন কংগ্রেস, বিএসপি, এসপির হেভিওয়েট প্রার্থীরা। রাহুল গান্ধী থেকে এইচডি দেবগৌড়া বিপুল ব্যবধানে হেরে গেছেন অনেকেই।
দলের দায়িত্ব নেওয়ার পরে লোকসভায় প্রথমবার বিজেপির সঙ্গে টক্করে ধরাশায়ী হলেন রাহুল গান্ধী। উত্তরপ্রদেশে কংগ্রেসের খাস তালুক বলে পরিচিত আমেথিতে বিজেপি নেত্রী স্মৃতি ইরানির কাছে ৫৫ হাজারের বেশি ভোটে হেরে গেলেন রাহুল।
এদিকে কর্নাটকের টুমকুর থেকে পরাজিত হলেন এইচডি দেবগৌড়া। ১৩ হাজার ৩৩৯ ভোটে পরাজিত হলেন জেডিএসের প্রবীণ নেতা। জিতলেন বিজেপির জিএস বাসবরাজ। মধ্যপ্রদেশের ভোপালে কংগ্রেস প্রার্থী দিগি¦জয় সিংহ পরাজিত হলেন বিজেপি নেত্রী সাধ্বী প্রজ্ঞার কাছে। তিনি পরাজিত হলেন ৩ লাখ ৬৪ হাজার ৮২২ ভোটে। বিজেপি ছেড়ে এবার কংগ্রেসের হয়ে শত্রুঘœ সিনহা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিহারের পাটনা সাহিব থেকে। ২ লাখ ৮৪ হাজার ৬৫৭ ভোটে বিজেপির রবিশঙ্কর প্রসাদ তাকে হারিয়ে দিলেন। দুমকা থেকে ঝাড়খন্ড মুক্তি মোর্চা প্রার্থী শিবু সরেন পরাজিত হলেন বিজেপি প্রার্থী সুনীল সরেনের কাছে। তিনি হেরে গেলেন ৪৭ হাজার ৫৯০ ভোটে। গেল বছরে তিনি এই আসন থেকে ৩৯ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছিলেন। মধ্যপ্রদেশের গুণায় কংগ্রেস প্রার্থী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া পরাজিত হলেন ১ লাখ ২৫ হাজার ৫৪৯ ভোটে। তিনি হেরেছেন কেপি যাদবের কাছে।
উত্তরপ্রদেশের ফারুকাবাদে পরাজিত হলেন কংগ্রেস প্রার্থী সালমান খুরশিদ। ৫৫ হাজার ২৫৮ ভোটে খুরশিদ পরাজিত হলেন বিজেপির মুকেশ রাজপুতের কাছে। তার স্থান তৃতীয়। কংগ্রেসের তারকা প্রার্থী ঊর্মিলা মাতন্ডকর প্রতিদ্বন্দ্বিতা করেছেন মুম্বাই উত্তর কেন্দ্র থেকে। ৪ লাখ ৬৫ হাজার ২৪৭ ভোটে বিজেপি প্রার্থী গোপাল শেট্টির কাছে পরাজিত হন তিনি।
দিল্লিতে কংগ্রেসের সাবেক মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দিল্লি উত্তর-পূর্ব থেকে। ৩ লাখ ৬৬ হাজার ১০২ ভোটে তিনি বিজেপি প্রার্থী মনোজ তিওয়ারির কাছে পরাজিত হলেন। ঝাড়খ-ের ধানবাদ থেকে লড়েছিলেন কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ। বিজেপি প্রার্থী পশুপতি নাথ সিংহের কাছে ৪ লাখ ৮৬ হাজার ১৯৪ ভোটে পরাজিত হলেন তিনি। উত্তরপ্রদেশের কনৌজ থেকে লড়াই করেছিলেন এসপি প্রার্থী ডিম্পল যাদব। ১ লাখ ২৩ হাজার ৫৩ ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বী সুব্রত পাঠকের কাছে হেরে গেলেন মুলায়মের পুত্রবধূ। উত্তরপ্রদেশের ফতেহপুর সিক্রি থেকে কংগ্রেস প্রার্থী রাজ বাব্বর ৪ লাখ ৯৫ হাজার ০৬৫ ভোটে পরাজিত হলেন। কেন্দ্রটিতে বিজেপি প্রার্থী নিরঞ্জন জ্যোতি জয়ী হয়েছেন। আনন্দবাজার