নমস্য দীর্ঘশ্বাস, তোমাকে পুনরায় নমস্কার
ঘোলা চাঁদ পা-ুরতায় তোমার এমন সংস্কার!
ছায়াবাতি হিজলের জলে আমাদের আলিঙ্গনÑ
পারলে ফোটাও কিছু হৃদয়জাত অবাক রঙ্গন।
অস্ত্র নয়Ñ করবীর কটা বীজ হবে, প্লিজ?
ওতে নাকি দারুণ বিষ হয়, আজব চিজ!
বিষে বিষে মিশে থাকি, নামাই দীর্ঘশ্বাস;
এতটা কাল শেষে তবে এইটুকু বিশ্বাস!