সুতোয় বেঁধো না ফাহমিদা ইয়াসমিন শনিবার, মে ২৫, ২০১৯ ১২:০০:০০ AM, | আলোকিত সাময়িকী তোমার হস্তের নাটাই সুতোয় বেঁধো না আমায় প্রিয়তম আমাকে সুতোকাটা ঘুড়ির হতে দাও উদ্বাস্তু হয়ে ঘুরতে দাও মাটির পৃথিবীতে সমস্যাবলির ঘোরপ্যাঁচে বন্দি করো না মুক্তি দাও আমাকে মুক্তি দাও প্রজাপতির মতো রঙিন সময় এনে দেব তোমার দুটি পায়।