পাহাড় মুখ অবলোকন আসা যাওয়ার স্বরচিত সমুদ্র পথে
পারাপার যান ছুটে চলে ঢেউয়ের তরঙ্গে তরঙ্গে গন্তব্য পানে
মাঝপথে অবাক হই বাঁকখালীর মোহনায়Ñ
দেখে জল প্রবাহের এমন ভিন্ন অন্তরায়।
পরস্পর সম্মিলিত অথচ একাকার হয়ে যায়নি
একজলে জোড়া রঙ
উভয়ের মাঝে অন্তরাল দুর্ভেদ্য প্রাচীর
মুগ্ধ নয়নে খুঁজি সেই মহান কারিগর।
মিনিটের কাঁটা ঘুরে ঘণ্টার কাঁটা ছুঁই ছুঁই
সৌন্দর্যের তারিফ পৌঁছে গেলে আরশ পথে
অবাক দৃশ্যে আর পথ নেই,
মুহূর্ত পেরোলেই ছয় নম্বর ঘাটে মাঝি ফেলে নোঙর।