ছোটদের সময় ঈদ সংখ্যা বাজারে এসেছে। এ সংখ্যায় উপন্যাস লিখেছেন আমীরুল ইসলাম, গল্প লিখেছেন আলী ইমাম, আলম তালুকদার, ধ্রুব এষ, আশরাফুল আলম পিনটু, মাহবুব রেজা, জামাল রেজা, শামীমা জাফরিন, ইফতেখার চিশতী, আশরাফুন্নেছা দুলু, সুরাইয়া জাহান ও রনজিৎ সরকার। ঈদস্মৃতি লিখেছেন ফরিদুর রেজা সাগর, সেলিনা হোসেন। শিশুসাহিত্যক কাইজার চৌধুরীর সাক্ষাৎকার নিয়েছেন আশিক মুস্তাফা। প্রকৃতি ও পাখি নিয়ে লিখেছেন মোকারম হোসেন ও গাজী মুনছুর আজিজ। বিজ্ঞান নিয়ে লিখেছেন সরকার হুমায়ুন। এছাড়াও রয়েছে প্রবীণ ও নবীনদের ছড়া। সংখ্যাটির প্রচ্ছদ ও ছবি এঁকেছেন রজত।