আজকের পত্রিকাআপনি দেখছেন ২৫-০৫-২০১৯ তারিখে পত্রিকা

ঈদের পোশাক পেল সুবিধাবঞ্চিত ১০০ শিশু

| নিত্যজীবন

পোশাক পেয়ে উল্লসিত সুবিধাবঞ্চিত শিশুরা

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে ইস্টার্ন ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব। ২১ মে দুপুরে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে আয়োজিত এ অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত ১০০ শিশুর হাতে খাবার ও নতুন পোশাক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার এএস মাহমুদ। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের সমন্বয়কারী ড. শারমিন ইসলাম, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. আশরাফ হোসেইন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক বিতান ভট্টাচার্য, পরীক্ষা নিয়ন্ত্রক দেওয়ান আমানা সুলতানা, ক্যারিয়ার সার্ভিস অ্যান্ড ইন্টারন্যাশনাল অফিসের পরিচালক সালমান হায়দার ও স্টুডেন্টস অ্যাফেয়ার্স অফিসের সহকারী পরিচালক সোহেল রানা।