রাজশাহীর বাঘায় এক কৃষকের ৫০ কলাগাছ কেটে সাবাড় করে দিয়েছে দুষ্কৃতকারীরা। শুক্রবার সকালে উপজেলার বাউসা ইউনিয়নের হরিণা বিনিময়পাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাগান মালিক সাইদুর রহমান বাঘা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। কলাবাগান মালিক সাইদুর রহমান বলেন, আমার রোপণকৃত গাছের কলা কেটে নেওয়ার বিষয়ে জানতে চাওয়ায় চাচাত ভাই গিয়াস উদ্দিনের নেতৃত্বে পাঁচজন ধারালো অস্ত্র নিয়ে আমার বাড়িতে আক্রমণ করে। পরে তারা আমার ৫০টি কলা গাছ কেটে সাবাড় করে দিয়েছে। এতে আমার প্রায় ১ লাখ টাকা ক্ষতি হয়েছে।