আজকের পত্রিকাআপনি দেখছেন ২৫-০৫-২০১৯ তারিখে পত্রিকা

উল্লাপাড়ায় ৪ গুণ দামে পোশাক বিক্রিতে জরিমানা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
| দেশ

বেশি মূল্যে পোশাক বিক্রি করার দায়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরবাজারে বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি পোশাকের দোকান ও একটি সেমাই কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। উল্লাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। জরিমানা করা দোকানগুলো হলোÑ উল্লাপাড়া শাড়ি ঘর, মেলা ফ্যাশন, আল নুর পানজাবি হাউস ও উল্লাপাড়া সেমাই কারখানা। আদালতের বিচারক মাহবুব হাসান জানান, দোকানের মালিকরা ৪ গুণ বেশি মূল্যে কাপড় বিক্রি করে ক্রেতাদের ঠকাচ্ছিলেন।