হবিগঞ্জের চুনারুঘাটের মমিনপুরে শুক্রবার এনি লস্করের দেওয়া হুইলচেয়ার পেয়ে খুশি অসহায় আমিনা বেগম-আলোকিত বাংলাদেশ
হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরের মমিনপুর গ্রামে মাত্র দুই শতক জমিতে একটি ঝুপড়ি ঘরে বাস করেন আমিনা বেগম। স্বামী মারা যাওয়ার পর তিন মেয়ে নিয়ে অতি কষ্টে জীবন ধারণ করছেন তিনি। মেয়েদের বিয়ে হয়েছে। মেয়ে পারুল তাকে দেখাশোনা করেন। বয়সের ভারে আমিনা বেগমের পক্ষে চলাফেরা কঠিন। একটা হুইল চেয়ার তার বিশেষ প্রয়োজন। কিন্তু কে দেবে তাকে! বিষয়টি জেনে নিজ উদ্যোগে হুইল চেয়ার নিয়ে এগিয়ে আসেন এনি লস্কর। তিনি অসহায় আমিনা বেগমকে শুক্রবার একটি হুইল চেয়ার প্রদান করেন।
চেয়ার পেয়ে মহা খুশি অসহায় আমিনা বেগম। এনি লস্কর উপজেলা চেয়ারম্যান আলহাজ আবদুল কাদির লস্করের মেয়ে ও জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হোসেনের স্ত্রী। তিনি বলেন, আমিনা বেগম চেয়ার পেয়ে খুশি হয়েছেন দেখে আমার ভালো লাগছে। ক্রিকেটার নাজমুল হোসেন বলেন, মানুষের কল্যাণে কাজ করতে হবে। নিজ নিজ স্থান থেকে মানুষের উপকার করার চেষ্টা করা উচিত। এনি নিচ চেষ্টায় এ কাজটি করায় আমি গর্বিত।