কুমিল্লার লাকসামে মাহবুবুল হক হত্যার বিচারের দাবিতে শুক্রবার লাকসাম-চৌদ্দগ্রাম সড়কে উপজেলার ফুলগাঁও বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পৈশাগী এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনে বক্তব্য রাখেন পৈশাগী ওয়ার্ড মেম্বার মঞ্জুরুল আলম, নিহত মাহবুবুল হকের বড় ভাই বাবুল মিয়া, মা আরুছা বেগম, মেয়ে মাসুকা আক্তার, স্থানীয় সমাজসেবক বাহার উদ্দিন, মেম্বার জামাল হোসেন, ফুলগাঁও বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি হুমায়ুন কবির লিটন, সাবেক মেম্বার জয়নাল আবদীন, প্রফেসর ওয়াহিদ, ফরিদ হোসেন, মমিনুল হক খান মিঠু, জাহাঙ্গীর আলম, মনির হোসেন, তোফায়েল আহমেদ, সিরাজুল ইসলাম প্রমুখ।