ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় স্বামী ও ননদের ছোড়া গরম তেলে এক গৃহবধূসহ চারজন দগ্ধ হয়েছেন। কেরানীগঞ্জ মডেল থানার ওসি সাকের মোহাম্মদ যুবায়ের জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার পাড়হাউজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার দুপুর ১২টার দিকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। দগ্ধরা হলেন পাড়হাউজ এলাকার বাসিন্দা গৃহবধূ শানু আক্তার, প্রতিবেশী আরমান, তুহিন ও মেহেদী। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের বরাত দিয়ে ওসি সাকের মোহাম্মদ যুবায়ের জানান, কয়েক মাস আগে প্রতিবেশী অলির সঙ্গে শানুর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ শুরু হয়। পরে শানুর অভিভাবকরা জানতে পারেন অলি মাদক ব্যবসায়ী। তিনি প্রায়ই বিভিন্ন অজুহাতে তাদের মেয়েকে মারধর করতেন। গৃহবধূর বাবা শফুর উদ্দিন জানান, তিন দিন অলি বাড়িতে না ফেরায় বৃহস্পতিবার শানু স্বামীর সন্ধানে অলির বড় বোনের বাড়িতে যান। অলির গলার স্বর শোনা গেলেও অলি তাদের বাড়িতে যাননি বলে জানান বড় বোন লিপি। এতে কথা কাটাকাটির এক পর্যায়ে অলিসহ কয়েকজন মিলে শানুকে মারধর করেন। ফলে শানু বাবার বাড়িতে চলে যান। রাতে শানুর প্রতিবেশী আরমান, তুহিন ও মেহেদীকে সঙ্গে নিয়ে মীমাংসার জন্য ননদের বাসায় গেলে অলি ও লিপিসহ কয়েকজন মগে গরম তেল এনে তাদের ওপর ছুড়ে মারেন। এতে ওই চারজন দগ্ধ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কেরানীগঞ্জ মডেল থানার ওসি সাকের মোহাম্মদ যুবায়ের জানান, অভিযোগ তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।