ঈদ উপলক্ষে রোমান্টিক ধাঁচের একটি ওয়েব সিরিজে অভিনয় করেলেন সাফা কবির ও ইয়াশ রোহান। এটি নির্মাণ করেছেন দেবীখ্যাত নির্মাতা অনম বিশ্বাস। সম্প্রতি কক্সবাজারের বিভিন্ন লোকেশনে এর শুটিং শেষ হয়েছে। এখন চলছে সম্পাদনার কাজ। তবে এই ওয়েব সিরিজটির নাম এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন অনম বিশ্বাস। ওয়েব সিরিজটির গল্প লিখেছেন তিনজন। তারা হলেন পরিচালক অনম বিশ্বাস, কায়ানাত আহমেদ ও আদনান আদিব খান। ওয়েব প্ল্যাটফর্মের জন্য এটিই অনম বিশ্বাসের প্রথম নির্মাণ। এ প্রসঙ্গে অনম বিশ্বাস বলেন, এখন ওয়েব যুগ। প্রথম সিনেমা নির্মাণের পরপরই প্রথম ওয়েব সিরিজ নির্মাণ করে ফেললাম। আমি আমার জায়গা থেকে চেষ্টার ত্রুটি করিনি। মানুষ যেভাবে গল্প দেখে অভ্যস্ত, তার বাইরে গিয়ে অন্যভাবে গল্প বলার চেষ্টা করেছি। ওয়েব সিরিজটির গল্প চেনা মনে হলেও, এটির ভেতর ভিন্ন এক গল্পের অবতারণা আছে। আসন্ন ঈদুল ফিতরে অনলাইন প্ল্যাটফর্ম বায়োস্কোপ লাইভে এটি মুক্তি দেওয়া হবে। অনম বিশ্বাস মনে করেন, ওয়েব প্ল্যাটফর্মের অন্যান্য ধারাবাহিকের মধ্যে তার ওয়েব ধারাবাহিকটি আলাদা জায়গা করে নেবে।