আজকের পত্রিকাআপনি দেখছেন ২৫-০৫-২০১৯ তারিখে পত্রিকা

রাজৈরে ইউপি ভবন থেকে অস্ত্র উদ্ধার

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
| দেশ

মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষ থেকে শুক্রবার দুপুরে একটি বিদেশি রিভলবার ও হকিস্টিক উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজৈর থানার এসআই জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলামের ব্যবহৃত একটি কক্ষে অভিযান চালায়। এ সময় ভবনের দ্বিতীয় তলায় বিছানার তোশকের নিচ থেকে একটি বিদেশি রিভলবার ও একটি হকিস্টিক উদ্ধার করা হয়। মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।