আজকের পত্রিকাআপনি দেখছেন ২৫-০৫-২০১৯ তারিখে পত্রিকা

ইউরোপিয়ান দল অনিশ্চিত!

স্পোর্টস রিপোর্টার
| খেলা

আগামী বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী বর্ণিল করতে ইউরোপিয়ান দল এনে প্রীতি ম্যাচ করার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। পর্তুগাল, ইতালি, জার্মান জাতীয় দল ও বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, বায়ার্ন মিউনিখ ক্লাবের নাম শোনা যাচ্ছে। তবে ইউরোপিয়ান দল আসার বিষয়টি অনিশ্চিত- বলেছেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন। জানান, ‘কথাবার্তা চললেও নিশ্চয়তা মেলেনি ইউরোপিয়ান দলগুলোর পক্ষ থেকে। তাই স্পষ্ট করে এখনই কিছু বলা সম্ভব নয়। আমরা ওয়ার্কআউট করছি, ওয়ার্কআউটে পসিবল হয় তখন দেখা যাবে। কয়েকজনের সঙ্গে কথাও বলেছি আমরা।’
তবে বাফুফে সভাপতির আপাতত ভাবনাজুড়ে ৬ ও ১১ জুন লাওসের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপের প্রাক-বাছাই পর্বের ম্যাচ দুটি। সব ধরনের সুযোগ-সুবিধাই দেওয়া হয়েছে জাতীয় দলকে। লাওস যাওয়ার আগে প্রস্তুতির জন্য গতকাল থাইল্যান্ডে গেছে জাতীয় দল। ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্পে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবেন জামাল, বিপলু, সুফিলরা।