উৎসব বা পার্বণে ছেলেদের জন্য পাঞ্জাবি পরা অনেকটা অলিখিত নিয়মে দাঁড়িয়েছে বলা যায়। তাই দেশের যে কোনো উৎসব বা পার্বণে দেশীয় ফ্যাশন হাউসগুলো অন্য পোশাকের পাশাপাশি পাঞ্জাবিকে প্রাধান্য দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় আসছে ঈদে ফ্যাশন হাউসগুলো এনেছে নানা রঙ ও নকশার পাঞ্জাবি। বিভিন্ন ফ্যাশন হাউস ঘুরে দেখা গেল তাদের পাঞ্জাবির রঙে ও নকশায় রয়েছে বৈচিত্র্যের ছাপ। যদিও একেক ফ্যাশন হাউস একেক বিষয় নিয়ে কাজ করেছে।
শুধু পাঞ্জাবির বেলায়ই নয়, আলাদা মোটিফ দেখা যাবে এসব ফ্যাশন হাউসগুলোর শার্টের নকশায়ও। মূলত একটি থিম বা মোটিফকেই ফ্যাশন হাউসগুলো তাদের সব পোশাকে উপস্থাপন করে। ফলে পাঞ্জাবি বা শার্ট একই রঙের বা নকশারও পাওয়া যাবে।
পাঞ্জাবি পছন্দ করলেও কেউ কেউ বারো মাসের জন্য শার্টকেই প্রাধান্য দেন। বাজারে ঈদের জন্য আনা অধিকাংশ শার্ট বা পাঞ্জাবি তৈরি সুতি কাপড়ে। পাশাপাশি আছে লিলেন, সিল্ক, অ্যান্ডি, ভয়েলসহ নানা কাপড়ের। আর সাদাকালো হাউস বাদে অন্য প্রায় সব হাউসের পোশাকের রং উজ্জ্বল। এর সঙ্গে সহরং হিসেবে আছে মেরুন, অফ হোয়াইট, নীল, কমলা, হলুদ, গেরুয়া, ফিরোজা, অ্যাশ, বিস্কুট, বেগুনিসহ নানা রঙ।
পাঞ্জাবি বা শার্ট যারা কম পরেন তাদের অনেকে টি-শার্ট বা পোলো শার্ট খোঁজেন সব ঋতু বা উৎসবের আমেজ। সে জন্য অনেক ফ্যাশন হাউস বছরের সব ঋতু বা উৎসবেই আনে নতুন নকশার টি-শার্ট বা পোলো শার্ট। আড়ং, দেশীদশের নিপুণ, কে ক্র্যাফট, সাদাকালো, বিবিয়ানা, অঞ্জন’স, দেশাল, রঙ বাংলাদেশ, নগরদোলা, বাংলার মেলা, সৃষ্টিসহ শাহবাগের আজিজ সুপার মার্কেটের ফ্যাশন হাউস নিত্যউপহার, মেঘ, যোগী, আর্টিজ্যানে টি-শার্ট, পোলো শার্ট, শার্ট ও পাঞ্জাবি পাওয়া যাবে। এছাড়া লা রিভ, ক্যাটস আই, সেইলর, জেন্টল পার্ক, মুসলিম কালেকশনসহ বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডেও মিলবে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট ও পোলো শার্ট। পাঞ্জাবি ১ হাজার ২৫০ থেকে ৪ হাজার ৮০০; শার্ট ১ হাজার ২০০ থেকে ৩ হাজার ৫০০; টি-শার্ট ৩৮০ থেকে ৫৮০ ও পলো শার্ট ৪৮০ থেকে ১ হাজার ২৫০ টাকা।