আজকের পত্রিকাআপনি দেখছেন ২৫-০৫-২০১৯ তারিখে পত্রিকা

অসুস্থতা বা বার্ধক্যজনিত কারণে রোজা রাখতে অপারগ হলে করণীয়

মাসআলা

মুফতি শাঈখ মুহাম্মাদ উছমান গনী
| তাসাউফ

সাধারণ অসুস্থাতায় যদি সুস্থ হয়ে রোজা কাজা আদায় করার সম্ভাবনা থাকে তাহলে সুস্থ হওয়ার পর কাজা আদায় করবে। আর যদি এমন অসুস্থতা হয়, যা সুস্থ হয়ে রোজা রাখার মতো সম্ভাবনা না থাকে বা কম থাকে অথবা বার্ধক্যজনিত কারণে রোজা পালনে সম্পূর্ণ অক্ষম হন; তাহলে প্রতি রোজার জন্য এক ফিতরা পরিমাণ ফিদইয়া দিতে হবে। ফিদইয়া হলো একজন লোকের এক দিনের খাবারের সমান। (সূরা বাকারা : ১৮৪)। জাকাত-ফিতরা যাদের দেওয়া যায় ফিদইয়া তাদের দিতে হয়। ফিদইয়া এককালীন বা একসঙ্গেও আদায় করা যায়। একজনের ফিদইয়া অনেককে দেওয়া যায় আবার অনেকের ফিদইয়া একজনকেও দেওয়া যায়। অনুরূপ একদিনের ফিদইয়া একাধিক জনকে দেওয়া যায়, একাধিক দিনের ফিদইয়া একজনকে দেওয়া যায়। যাকে ফিদইয়া দেওয়া হবে তার রোজাদার হওয়া জরুরি নয়। যেমনÑ নাবালেগ মিসকিন, অসহায় অসুস্থ বা অতিবৃদ্ধ, যারা নিজেই রোজা পালনে অক্ষম। তাদেরও জাকাত, ফিতরা ও সদকার মতো ফিদইয়া প্রদান করা যাবে। ফিদইয়া প্রদানের পর সুস্থ হলে এবং রোজা রাখতে সক্ষম হলে পুনরায় রোজা কাজা আদায় করতে হবে। (ফাতাওয়া রশীদিয়া)।