সিলেটের ফুলতলীতে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট প্রধান কেন্দ্রের উদ্যোগে ১৭ রমজান ঐতিহাসিক বদরযুদ্ধ দিবস পালিত হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ফুলতলী দরবারের কর্ণধার উস্তাজুল কুররা ওয়াল মুহাদ্দিসিন আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী। তিনি বলেন, সাহাবায়ে কেরামের প্রধান শক্তি ছিল আল্লাহর প্রতি সুদৃঢ় ঈমান, রাসুলে আকরম (সা.) এর প্রতি গভীর ভালোবাসা ও পরস্পরের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন। কোরআন মজিদে এ বন্ধনের প্রশংসা করে মুসলমানদের ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকার তাগাদা দেওয়া হয়েছে। তিনি বলেন, সাহাবায়ে কেরাম সম্পর্কে কথা বলতে আমাদের জবান সতর্ক থাকা উচিত।
কিছু ফেতনাবাজ লোক আছে, সাহাবিদের বিরোধিতা করা যাদের স্বভাব। এরা আগেও ছিল, এখনও আছে। এদের থেকে সতর্ক থাকতে হবে।
দারুল কিরাত ট্রাস্ট প্রধান কেন্দ্রের ওস্তাদ মাওলানা আবদুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মাওলানা মুফতি গিয়াস উদ্দীন চৌধুরী ফুলতলী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় নেতা প্রিন্সিপাল মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, মাওলানা মাহমুদ হাসান চৌধুরী, উপাধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মো. কুতবুল আলম, মাওলানা মো. নজমুল হুদা খান, মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ও স্কুল অব একসেলেন্সের প্রিন্সিপাল মাওলানা গুফরান আহমদ চৌধুরী, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি আখতার হোসাইন জাহেদ, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আজির উদ্দিন পাশা, হাফিজ মাওলানা নজীর আহমদ হেলাল, মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী, মুহিবুর রহমান ও হুমায়ুনুর রহমান লেখন। মাওলানা মাহমুদুল হাসান সঞ্চালকের দায়িত্ব পালন করেন। সংবাদ বিজ্ঞপ্তি