আজকের পত্রিকাআপনি দেখছেন ২৫-০৫-২০১৯ তারিখে পত্রিকা

চট্টগ্রামে বন্দুকযুদ্ধে যুবক গুলিবিদ্ধ

চট্টগ্রাম ব্যুরো
| নগর মহানগর

চট্টগ্রাম নগরীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. মামুন উদ্দিন (২৬) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে নগরীর খুলশী থানার ভাঙ্গারপুল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশের দাবি, আহত যুবক পেশাদার ছিনতাইকারী। তার বিরুদ্ধে কোতোয়ালি ও ফটিকছড়ি থানায় একাধিক মামলা রয়েছে। গুলিবিদ্ধ মামুন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি রয়েছেন। এ বিষয়ে খুলশী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, নগরীর বিভিন্ন স্থানে একটি সংঘবদ্ধ চক্র ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই করে আসছিল। ২১ মে বিকালে খুলশী থানার ঝাউতলা এলাকায় একটি বাসকে ডিবি পুলিশ পরিচয়ে থামিয়ে এক যাত্রীর কাছ থেকে ৩ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় মামুনসহ তার সহযোগীরা। এ ঘটনায় ছিনতাইয়ের শিকার গণেশ সিংহ বাদী হয়ে খুলশী থানায় একটি মামলা করেন। মামলার পর পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা পায় এবং বৃহস্পতিবার ফটিকছড়ি উপজেলায় অভিযান চালিয়ে আবু জাহেদ (২৩) ও আরিফুল ইসলাম (২৫) নামে দুই যুবককে গ্রেপ্তার করে নগদ ৩২ হাজার টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে। ওসি আরও জানান, জাহেদ ও আরিফকে জিজ্ঞাসাবাদের পর বাকিদের নাম-ঠিকানা বেরিয়ে আসে। পরে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গারপুল এলাকায় অভিযানে গেলে মামুনের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে।