আজকের পত্রিকাআপনি দেখছেন ২৫-০৫-২০১৯ তারিখে পত্রিকা

সহপাঠীর ওপর হামলায় ববির শিক্ষার্থী বহিষ্কার

বরিশাল ব্যুরো
| নগর মহানগর

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ছাত্র প্রাঞ্জল রায় প্রান্ত নামের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। 
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২১ মে বিশ্ববিদ্যালয়ের সম্মুখে সংঘটিত ঘটনায় প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য ও ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা এবং প্রত্যক্ষদর্শীদের প্রদত্ত বিবরণ অনুযায়ী প্রাঞ্জল রায় প্রান্ত একই বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেনকে সরাসরি আঘাত করে মারাত্মকভাবে জখম করেছে।