আজকের পত্রিকাআপনি দেখছেন ২৫-০৫-২০১৯ তারিখে পত্রিকা

রংপুরে পুকুরে ডুবে মেডিকেল ছাত্রের মৃত্যু

রংপুর ব্যুরো
| নগর মহানগর

রংপুরে পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা গেছেন মো. সৌখিন মিয়া নামে এক মেডিকেল কলেজের ছাত্র। নগরীর বিশ মেগাওয়াট বিএনসিসির পাশে একটি পুকুর থেকে শুক্রবার দুপুর ১টার দিকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

সৌখিন নগরীর মেডিকেল ধাপ এলাকার বাসিন্দা চিকিৎসক সামসুজ্জামানের ছেলে। তিনি রংপুর প্রাইম মেডিকেল কলেজে পড়াশোনা করছিলেন। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুর ১২টার দিকে সৌখিন তার তিন বন্ধুসহ গোসল করতে ওই পুকুরে নামে। এর কিছুক্ষণ পর সৌখিনের খোঁজ না পেয়ে তার বন্ধুরা চিৎকার করলে স্থানীয়রা এসে রংপুর ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রংপুর ফায়ার ও সিভিল ডিফেন্স ও উপপরিচালক মো. ইউনুস আলী বলেন, সার্ভিসের ডুবুরি দল বহু চেষ্ট করেও মো. সৌখিন মিয়াকে বাঁচাতে পারেনি।