আজকের পত্রিকাআপনি দেখছেন ২৫-০৫-২০১৯ তারিখে পত্রিকা

আজ বসবে

তীব্র স্র্রোতে পদ্মায় বসেনি স্প্যান

মুন্সীগঞ্জ প্রতিনিধি
| শেষ পাতা

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সেতুর ৩বি স্প্যান বসানো আবার পেছাল। এটি পদ্মা সেতুর ১৩তম স্প্যান। শুক্রবার ১৪ ও ১৫ নম্বর পিলারের উপর স্প্যান ৩বি বসানোর কার্যক্রম শুরু হয়। কিন্তু নদীতে তীব্র ¯্রােত ও আবহাওয়া অনুকূলে না থাকায় স্প্যানটি শুক্রবার বসানো যায়নি। আজ শনিবার সকালে স্প্যানটি বসানো হবে বলে সেতু প্রকল্পের একাধিক প্রকৌশলী নিশ্চিত করেছেন।

পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির জানান, নদীতে তীব্র স্রোত থাকায় মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে পিলারের উদ্দেশে স্প্যান দেরিতে রওয়ানা দেয়। ফলে স্প্যান বসানোর যথেষ্ট সময় থাকেনি। কারণ স্প্যানের পজিশনিং ঠিক করতে যদি পর্যাপ্ত আলো না পাওয়া যায়, তাহলে স্প্যান বসানো যাবে না। তাই শনিবার সকালে আবহাওয়া অনুকূলে থাকলে স্প্যানটি বসানো হবে। সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) ও প্রকল্প ব্যবস্থাপক দেওয়ান আবদুল কাদের জানান, পিলারে লিফটিং হ্যাঙ্গার প্রস্তুত হয়নি। তাই শুক্রবার স্প্যান বসানো হয়নি। এ স্প্যান বসানো হলে সেতুর ১ হাজার ৯৫০ মিটার দৃশ্যমান হবে। এর আগে পিলারে বসানোর উদ্দেশে শুক্রবার সকাল সাড়ে ১০টায় মুন্সীগঞ্জের মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যান ৩বি রওয়ানা দেয়। স্প্যানটি রওয়ানা দেয়ার কথা ছিল সকাল সাড়ে সাতটায়। এর আগে কয়েক দফায় এ স্প্যান বসানোর তারিখ পরিবর্তন করা হয়। প্রকৌশল সূত্রে জানা যায়, মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে তিন হাজার ৬০০ টন ধারণক্ষমতার ‘তিয়ান ই’ ভাসমান ক্রেন ১৫০ মিটার দৈর্ঘ্যের প্রতিটি স্প্যান বহন করে। এরপর বসানো হয় পিলারের ওপর।