আজকের পত্রিকাআপনি দেখছেন ২৫-০৫-২০১৯ তারিখে পত্রিকা

‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

কুমিল্লা প্রতিনিধি
| খবর

কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাকির হোসেন ওরফে কালা জাকির (৩৫) নামে পুলিশের তালিকাভুক্ত এক শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ২টার দিকে জেলার সদর উপজেলার পালপাড়া ব্রিজসংলগ্ন গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই মাদক ব্যবসায়ী নগরীর শাসনগাছা এলাকার সুলতান আহমদের ছেলে। পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী কালা জাকিরকে আটক করতে রাত ২টার দিকে পুলিশ সদর উপজেলার পালপাড়া ব্রিজসংলগ্ন গোমতী বাঁধে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী কালা জাকির ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। এতে মাদক ব্যবসায়ী জাকির গুলিবিব্ধ হয়ে আহত হয়। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।