আজকের পত্রিকাআপনি দেখছেন ২৫-০৫-২০১৯ তারিখে পত্রিকা

খালিদ হোসেন মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত

কুষ্টিয়া প্রতিনিধি
| খবর

শোনো শোনো ইয়া ইলাহী আমার মোনাজাত, মসজিদেরই পাশেই আমায় কবর দিও ভাই, মোহাম্মদ মোস্তাফা সাল্লেওয়ালা তুমি বাদশার বাদশা, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর-আকাশ-বাতাস দেখবি যদি আয়Ñ এমন অসংখ্য বিখ্যাত নজরুল সংগীত, ইসলামী গান, হামদ-নাতের শিল্পী সাংস্কৃতিক জনপদ কুষ্টিয়ার কৃতীসন্তান খালিদ হোসেন কুষ্টিয়া পৌর গোরস্থানে মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত হলেন। বৃহস্পতিবার বাদ এশা তারাবিহ শেষে পৌর গোরস্থানে তৃতীয় জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হয়।
বুধবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শিল্পী খালিদ হাসান। এরপর বৃহস্পতিবার সকালে দুই দফা নামাজ শেষে সন্ধ্যায় ঢাকা থেকে সড়কপথে তার লাশ নিজ এলাকা কুষ্টিয়া শহরের কোর্টপাড়ার বড় বোন লালিয়া খাতুনের বাড়ি কুষ্টিয়া এসে পৌঁছায়। 
উল্লেখ্য, ১৯৩৫ সালে ৪ মে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে তিনি জন্মগ্রহণ করেন। দেশভাগের পর ১৯৪৭ সালের দিকে ভারত থেকে পিতা সামসুজ্জোহা, মাতা রহিমা খাতুন ছয় ভাইবোনসহ শিল্পী খালিদ হোসেনরা কুষ্টিয়ায় আসেন। 
এখানে তার শিক্ষাজীবন শেষে শৈশব-কৈশর শেষ করেন। পরে তিনি ১৯৬৪ সাল থেকে ঢাকায় স্থায়ী বসবাস শুরু করেন। শিল্পী খালিদ হোসেন ছিলেন একজন বাঙালি নজরুল গীতি শিল্পী এবং নজরুল গবেষক। তিনি নজরুলের ইসলামী গান গাওয়ার জন্য সুপ্রসিদ্ধ।