আজকের পত্রিকাআপনি দেখছেন ২৫-০৫-২০১৯ তারিখে পত্রিকা

একাদশে ভর্তি

২ লাখ ৪২ হাজার শিক্ষার্থী এখনও আবেদন করেনি

নিজস্ব প্রতিবেদক
| প্রথম পাতা

কলেজ ও মাদ্রাসায় ২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম দফায় আবেদন করেছে ১৪ লাখ ১৫ হাজার ৮২৫ জন শিক্ষার্থী। এখনও আবেদন করেনি ২ লাখ ৪২ হাজার ৪২ শিক্ষার্থী। পূর্ব ঘোষণা অনুযায়ী আবেদনের সময়সীমা ছিল বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে দ্বিতীয় ও তৃতীয় দফায় শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন বলে জানা গেছে। 

এবার ঢাকা বোর্ডে ৩ লাখ ৯৯ হাজার ১৯৫ জন, রাজশাহীতে ১ লাখ ৮৮ হাজার ৫৮২, চট্টগ্রামে ১ লাখ ২২ হাজার ৩৬, কুমিল্লায় ১ লাখ ৫৬ হাজার ৯৪৫, যশোরে ১ লাখ ৫৩ হাজার ৩৯৪, বরিশালে ৭৭ হাজার ৪২০, সিলেটে ৮০ হাজার 

১৬২, দিনাজপুরে ১ লাখ ৪৭ হাজার ৯৭৮, ময়মনসিংহে ৯৬ হাজার ৫৪৩ এবং মাদ্রাসা বোর্ডের ১ লাখ ২৮ হাজার ৮১৮ জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করেছেন।
বিগত কয়েক বছরের মতো এবারও সরকারিভাবে সমন্বিত ভর্তি কার্যক্রমে কলেজ ও মাদ্রাসার জন্য তিন দফা আবেদন নেওয়া হচ্ছে। ১২ মে প্রথম দফা আবেদন নেওয়া হয়। অনলাইন এবং এসএমএসের মাধ্যমে বৃহস্পতিবার মধ্যরাতে শেষ হয় প্রথম দফার আবেদন। এবারও সর্বনি¤œ পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পেরেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীর মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি কলেজে তার অবস্থান নির্ধারণ করে দেওয়া হবে। 
২৪ থেকে ২৬ মের মধ্যে শিক্ষার্থীদের আবেদন যাচাই-বাছাই ও আপত্তি নিষ্পত্তি করা হবে। পুনঃনিরীক্ষণে যাদের ফল পরিবর্তন হবে তারা ৩ থেকে ৪ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। পছন্দক্রম পরিবর্তন করা যাবে ৫ জুন। পরে ১০ জুন প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। প্রথম তালিকায় থাকা শিক্ষার্থীদের ১১ থেকে ১৮ জুন সিলেকশন নিশ্চয়ন (যে কলেজের তালিকায় নাম আসবে ওই কলেজেই যে শিক্ষার্থী ভর্তি হবেন তা এসএমএসে নিশ্চিত করা) করতে হবে। এরপর ১৯ থেকে ২০ জুন দ্বিতীয় পর্যায় এবং ২৪ জুন তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন নিয়ে ২১ জুন দ্বিতীয় পর্যায় এবং ২৫ জুন তৃতীয় পর্যায়ের ফল প্রকাশ করা হবে। এরপর ৩০ জুনের মধ্যে ভর্তির কাজ শেষ করে ১ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে। ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. হারুন-আর-রশিদ বলেন, এবার কলেজে ভর্তি হতে প্রথম পর্যায়ে ১০ লাখ ৫২ হাজার ১৮৪ জন অনলাইন এবং ৩ লাখ ৭৪ হাজার ২২২ জন এসএমএসের মাধ্যমে আবেদন করেছেন। তবে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন বলে তিনি জানান।
এদিকে, একই সঙ্গে কারিগরি বোর্ডের অধীন বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটসহ অন্যান্য কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য আবেদন করা যাচ্ছে। ১২ মে এই প্রক্রিয়া শুরু হয়। একটানা ৮ জুন পর্যন্ত আবেদন নেওয়া হবে। কারিগরি বোর্ডের চেয়ারম্যান ড. মোরাদ হোসেন মোল্লা বলেন, কারিগরি প্রতিষ্ঠানের জন্য আমরা দুই শিফটে আবেদন নিচ্ছি। এর মধ্যে বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত প্রথম শিফটে আবেদন করেছে ৭১ হাজার ৮৪ জন। আর দ্বিতীয় শিফটের জন্য আবেদন করেছে ৫১ হাজার ২৯২ জন। ১৫ জুন আবেদনের ফল বা কে কোন প্রতিষ্ঠানে চান্স পেয়েছে সেই ফল প্রকাশ করা হবে।
উল্লেখ্য, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ শিক্ষার্থী পাস করেছেন। এর মধ্যে কারিগরি বোর্ড থেকে পাস করেছেন ৯১ হাজার ২৯৮ জন।