আজকের পত্রিকাআপনি দেখছেন ২৫-০৫-২০১৯ তারিখে পত্রিকা

৩১ আসনের ৩০টিতেই হার

| প্রথম পাতা

কলকাতা প্রতিনিধি : ভারতের লোকসভা নির্বাচনে এবারেও অবাক করার মতো ফল করেছে বিজেপি। গেরুয়া ঝড়ে এবারেও বিরোধী দলের মর্যাদা হারাতে চলেছে কংগ্রেস। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছিল ৪৪টি আসন। এবার সেখানে তারা ৫০টির বেশি আসন নিয়েই থমকে গেছে। কংগ্রেসের তরফে গান্ধী পরিবারের সবাই মিলে লোকসভা ভোটে প্রচার চালালেও সাফল্যের ফসল ঘরে ওঠেনি। এমনকি লোকসভা ভোটের আগে গান্ধী পরিবারের প্রিয়াঙ্কা ম্যাজিকেও সফলতা মিলল না। ভোটের কিছুদিন আগেই কংগ্রেস প্রিয়াঙ্কা গান্ধী ভদরাকে সরাসরি রাজনীতির ময়দানে নামিয়ে দেয়। তাঁকে কংগ্রেসের সাধারণ সম্পাদক করে দেওয়া হয়। পাশাপাশি ভারতের অন্যতম বৃহত্তম রাজ্য উত্তর প্রদেশের আগের ভোটের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু উত্তর প্রদেশে প্রিয়াঙ্কা কালঘাম চুটিয়ে প্রচার চালালেও প্রায় সব জায়গাতেই হেরেছে কংগ্রেস। 
এবারের লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে মোট ৩১টি আসনে জোরদার প্রচার চালান প্রিয়াঙ্কা গান্ধী। তবে ভোটের ফল প্রকাশিত হওয়ার পরই দেখা গেছে, প্রিয়াঙ্কার প্রচার করা ৩১টি আসনের মধ্যে ৩০টিতেই বিজেপির কাছে শোচনীয় পরাজয় ঘটেছে কংগ্রেসের। এমনকি বেশ কয়েকটি কেন্দ্রে ভোট প্রচারে ভিড় উপচে পড়লেও ভোট বাক্সে তার প্রতিফলন দেখাতে পারেননি প্রিয়াঙ্কা গান্ধী।