চাঁদপুর প্রতিনিধি : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন দৃপ্তপায়ে এগিয়ে যাচ্ছে। আমাদের এ প্রিয় মাতৃভূমি অনেক দামে কেনা বলায় যদি রক্ত হয় দাম। তাহলে বাংলাদেশ সবচেয়ে বেশি দাম দিয়ে তার স্বাধীনতা কিনেছে। তাই স্বাধীনতাকে পরিপূর্ণভাবে অর্থবহ করে তুলতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। চাঁদপুর ক্লাবে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ থেকে ক্ষুদা দারিদ্র এখন প্রায় শেষ হওয়ার পথে। এখন যে মানুষটি হতদরিদ্র সেও অন্তত দুই বেলা খেতে পারে। তারও গায়ে কাপড় আছে, পায়ে একজোড়া সেন্ডেল আছে। আমরা আজকে জ্ঞানে বিজ্ঞানে এগিয়ে যাচ্ছি। পদ্মা সেতু নিজেদের অর্থয়ানে করা হচ্ছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাশূণ্যে উৎক্ষেপণ হয়েছে। কর্ণফুলী নদীর নিচে টানেল ও মেট্রো রেলও নির্মিত হচ্ছে। তিনি বলেন, আপনারা চাঁদপুরের দিকে তাকিয়ে দেখেন সব স্থানেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। সড়ক, ব্রিজ-কালবার্ট, বিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য ব্যবস্থা সব কিছুই আগের চেয়ে অনেক উন্নত। দেশকে এগিয়ে নিয়ে যেতে এখন শুধু আপনাদের সবার আন্তরিক সহযোগিতার প্রয়োজন।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি মেয়র নাছির উদ্দিন আহমেদ। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী দুলাল।
আমন্ত্রিত অতিথি ছিলেন চাঁদপুর-২ আসনের এমপি অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া, চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষামন্ত্রী ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।