আজকের পত্রিকাআপনি দেখছেন ২৮-০৫-২০১৯ তারিখে পত্রিকা

খালেদাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে বললেন রিজভী

নিজস্ব প্রতিবেদক
| নগর মহানগর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, তথ্যমন্ত্রীসহ মন্ত্রীদের বক্তব্যে মনে হচ্ছে প্রচ্ছন্নভাবে তারা খালেদা জিয়াকে কারাগারে বিনা চিকিৎসায় হত্যার নতুন ষড়যন্ত্র করছেন। সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সরকার খালেদা জিয়ার সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে আসছে, আর বিএনপি এ নিয়ে অপরাজনীতি করে চলছে- তথ্যমন্ত্রীর এ বক্তব্যের সমালোচনা করেন রিজভী। 
রিজভী বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আবারও আহ্বান জানাচ্ছি ঈদের আগেই খালেদা জিয়াকে মুক্তি দিন, জামিনে বাধা প্রদান করবেন না। তার পছন্দ অনুযায়ী হাসপাতালে চিকিৎসার সুযোগ দিতে হবে।