লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার চান্নাত পাটিকাপাড়া গ্রামে রোববার গভীর রাতে আবুল কালাম নামে এক মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গোপন খবর পেয়ে উপজেলার চান্নাত পাটিকাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে হাতীবান্ধা থানা পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর হামলা চালালে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে আবুল কালামের দুই পা গুলিবিদ্ধ হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে হাতীবান্ধা উপজেলা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মিজানুর রহমান মিজান ও জাহিদুল ইসলাম নামের দুই পুলিশ সদস্যও আহত হন।