আজকের পত্রিকাআপনি দেখছেন ২৯-০৫-২০১৯ তারিখে পত্রিকা

মনোজ-মমর ‘বার্ডস আই’

বিনোদন প্রতিবেদক
| বিনোদন

একটি রোমান্টিক গল্প কিংবা অতিপ্রাকৃতিক একজন মানুষের গল্প। যে মানুষটি যা বলে হয়ে যায় সেটি। ভাবনার সঙ্গে মিলে যায় সময়ের গল্প। এমন বিষয় নিয়েই নির্মিত হয়েছে নাটক ‘বার্ডস আই’। এতে জুটি হয়ে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক ও জাকিয়া বারি মম। রচনা ও পরিচালনা করছেন নজরুল ইসলাম রাজু। বঙ্গবিডি প্রযোজিত নাটকটির চিত্রনাট্য করেছেন মাতিয়া বানু শুকু।  এতে পেখম চরিত্রে অভিনয় করেছেন মনোজ। গল্প আর নির্মাণ নিয়ে দারুণ খুশি এ অভিনেতা। ঈদের জন্য মমর সঙ্গে জুটি হয়ে দুটি নাটকে অভিনয় করেছেন মনোজ। এর মধ্যে একটি ‘বার্ডস আই’। অন্যটি ঠিক ঈদে প্রচার হবে কি না নিশ্চিত নন তিনি। তবে এটি প্রচার হবে বলে নিশ্চিত করে জানান মনোজ। নাটকটি নিয়ে মনোজ বলেন, ‘নাটকটিতে পেখম চরিত্রে অভিনয় করা ছেলেটির মধ্যে দারুণ একটা ব্যাপার আছে। সত্যি বলছি, আমি এর আগে যত চরিত্রে অভিনয় করেছি তার মধ্যে এটি একটি উল্লেখ করার মতো চরিত্র। অভিনয় করে হৃদয় জুড়িয়ে গেছে।  প্রশান্তি পেয়েছি খুব।’