| খবর
খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মোছাম্মাৎ নাজমানারা খানুম শনি ও রোববার খাদ্য অধিদপ্তরের আওতাধীন সংগ্রহ কেন্দ্রগুলো খোলা রাখতে নির্দেশ প্রদান করেছেন। চলমান বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রম অব্যাহত রাখতেই তার এ নির্দেশনা।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বন্ধের দিনগুলোর আগে সোমবার কার্যদিবস রয়েছে। ঈদের আগে আগ্রহী কৃষক/মিলাররা যাতে সংগ্রহ কার্যক্রমের আওতায় খাদ্য অধিদপ্তরের সংগ্রহ কেন্দ্রগুলোয় তাদের পণ্য (ধান, গম, চাল) বিক্রি করতে পারে তার জন্য এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক স্বাক্ষরিত এক অফিস আদেশে শনি ও রবিবার খাদ্য অধিদপ্তরের আওতাধীন সংগ্রহ কেন্দ্রগুলো খোলা রাখতে নির্দেশ প্রদান করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি