logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মার্চ ১২, ২০১৬
অপরাজিত থাকতেই হবে বাংলাদেশকে
সেকান্দার আলী, ধর্মশালা থেকে

সকালে গুঁড়িগুঁড়ি, বিকালে মুষলধারে। ধর্মশালার মৌসুমটাই এখন বৃষ্টির। ভারতের আবহাওয়া বিভাগ অনেক দিন আগে থেকেই বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে। বাংলাদেশ দলের খেলোয়াড়রাও আগে থেকেই এটা জানতেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডের প্রতিপক্ষের থেকেও এ বৃষ্টিকেই ভয় করছিলেন মাশরাফি বিন মুর্তজা। কারণ বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দুর্ঘটনার শঙ্কা থাকে। এজন্যই নড়াইল এক্সপ্রেস বলেছিলেন, ‘প্রকৃতির ওপর কারও হাত নেই। আল্লাহর ওপর ভরসা করা ছাড়া কিছুই করার নেই।’ এশিয়া কাপের ফাইনালে বৃষ্টি মাশরাফিদের সব পরিকল্পনা ভ-ুল করে দেয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচটা ভালোভাবে পার হতে পারলেও গতকাল আবারও পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। এবারও নতুন করে একাদশ সাজাতে হয় টিম ম্যানেজমেন্টকে। বোলিং এবং ব্যাটিং লাইনআপেও ওলট-পালট করতে হয়েছে। বাঁ-হাতি স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ায় তাকে খেলানো হচ্ছে না। আজ চেন্নাইয়ের ল্যাবে পরীক্ষা দিতে যাবেন তিনি। তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ করা হলেও প্রথম রাউন্ডের খেলা শেষ না হওয়া পর্যন্ত তাকে হয়তো ছাড়া হবে না। সুতরাং বাংলাদেশের বোলিং শক্তি ঠিকই থাকছে। বাংলাদেশ, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও ওমানকে নিয়ে ‘এ’ গ্রুপ। এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রুপে একটি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ আর ওমান। গতকাল বৃষ্টিতে ওমান-নেদারল্যান্ডস ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। এতে লাভ হয়েছে ওমানের। দুই ম্যাচে তিন পয়েন্ট তাদের। সুপার টেনে ওঠার পথে সুবিধাজনক স্থানে রয়েছে তারা। বাংলাদেশ গতকাল জিতে থাকলেও সুপার টেন নিশ্চিত হচ্ছে না। ১৩ মার্চ ওমানের বিপক্ষে শেষ ম্যাচটা জিততে হবে। ওই ম্যাচের জয়ী দলই উন্নীত হবে দ্বিতীয় রাউন্ডে। কোচ চন্দিকা হাথুরুসিংহে বৃহস্পতিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেছিলেন, তার দল অপরাজিত থেকেই সুপার টেনে যেতে চায়। পয়েন্ট টেবিলের এখন যে অবস্থা, তাতে বাংলাদেশকে অপরাজিত থাকতেই হবে। তবে গতকাল শেষ পর্যন্ত ম্যাচটা না হলে এবং পরের ম্যাচও বৃষ্টিতে ভেসে গেলে রান গড়ে এগিয়ে থেকে দ্বিতীয় রাউন্ডে যেতে পারবেন মাশরাফিরা। বাংলাদেশ নেদারল্যান্ডসকে হারিয়েছে ৮ রানে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]