logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মার্চ ১২, ২০১৬
বগুড়ায় জালনোট ও গাঁজাসহ দুই যুবক গ্রেফতার
বগুড়া সংবাদদাতা

শিবগঞ্জ উপজেলার মোকামতলায় জালনোট ও গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ২ লাখ ২০ হাজার টাকার জালনোটসহ বরিশালের মুলাদি থানার সৈয়লাচর গ্রামের শামছুল হক ও ৩ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ কুড়িগ্রাম সদর থানার বড়াইবাড়ি গ্রামের রিয়াজুলকে গ্রেফতার করা হয়। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শামীম আকতার জানান, শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে দুইটি যাত্রীবাহী কোচে পৃথক তল্লাশি চালায় পুলিশ। এ সময় জালনোট ও গাঁজাসহ ওই দুই যুবককে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় পৃথক মামলা করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]