logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মার্চ ১২, ২০১৬
সুনামগঞ্জে বিল শুকিয়ে মৎস্য আহরণ
হুমকিতে ২০০ একর জমির ফসল
সুনামগঞ্জ সংবাদদাতা

দক্ষিণ সুনামগঞ্জের শিমুলবাক ইউনিয়নের কুমড়িয়াইল ও তেহকিয়া (রাজঘড়ি) বিল শুকিয়ে মৎস্য আহরণ করছেন কিছু সৌখিন মৎস্যশিকারি। এতে হুমকির মুখে পড়েছে আশপাশের প্রায় ২০০ একর বোরো জমির ফসল। 
সম্প্রতি ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, স্থানীয় কুমড়িয়াইল ও তেহকিয়া সমবায় সমিতির নামে সিবিআর এমপি (হিলিপ) প্রকল্পের কাছ থেকে এ বছর প্রায় ২৬ হাজার টাকা খাজনা পরিশোধ করে ১ বছরের জন্য বিলটি লিজ নিয়েছেন কুমড়াইল গ্রামের মোঃ নুরে আলম। তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক হিসেবে ক্ষমতার অপব্যবহার করছেন। মৎস্য সংরক্ষণ আইনের নীতিমালা লঙ্ঘন করে বিল খননের নাম ভাঙিয়ে তিনি বিল শুকিয়ে মাছ ধরে নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয় একাধিক কৃষক নাম প্রকাশ না করার শর্তে জানান, এই বিলের পানির ওপর তাদের বোরো জমির ফসল নির্ভর করে। এর আগে কখনই এই বিল শুকিয়ে মাছ ধরা হয়নি। কিন্তু এ বছর তারা বিল শুকিয়ে মাছ ধরায় কৃষক বোরো জমির ফসল নিয়ে শঙ্কিত।   
এ ব্যাপারে মোঃ নুরে আলমের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি নিজেকে ক্ষমতাসীন দলের সক্রিয় কর্মী দাবি করে বলেন, আমি ২৬ হাজার টাকায় এক বছরের জন্য বিলটি লিজ নিয়েছি। বিল শুকানো হচ্ছে খননের মাধ্যমে গভীরতা বাড়ানোর জন্য। 
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মৎস্য অফিসার সীমা রানী বিশ্বাস বলেন, বিল শুকিয়ে মৎস্য আহরণ করা মৎস্য সংরক্ষণ আইনের পরিপন্থী। তিনি আরও বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে আমরা উপজেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেব।  

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]