logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মার্চ ১২, ২০১৬
অর্থপূর্ণ কথা পাখিও বলে
আলোকিত ডেস্ক

মনের ভাব প্রকাশে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিপূর্ণ বাক্য বলতে পারা এ কারণেই মানুষ অন্য প্রাণী থেকে আলাদা। কিন্তু মানুষই শুধু নয়, পাখিও পরিপূর্ণ বাক্যে কথা বলতে পারে বলে দাবি করেছেন গবেষকরা। গবেষণায় আগেই দেখা গেছে, পাখি এবং স্তন্যপায়ী প্রাণীরা তাদের মনের ভাব প্রকাশের জন্য কিছু অনর্থক শব্দ তৈরি করে। কিন্তু পরিপূর্ণ শব্দবিন্যাসের মাধ্যমে যোগাযোগ করা জটিল প্রক্রিয়া, যা মানুষের জন্য সহজ। গবেষণায় জানা গেছে, জাপানি টিট প্রজাতির পাখি যোগাযোগের জন্য কিছু বিশেষ নিয়ম অনুসরণ করে। জাপান, জার্মানি এবং সুইডেনের গবেষকদের দাবি, টিট পাখির বিচিত্র কণ্ঠের আওয়াজে রয়েছে শব্দবিন্যাস। আপসালা ইউনিভার্সিটির ড. ডেভিড হুইটক্রফট জানান, এ গবেষণা থেকে বোঝা যায়, শব্দবিন্যাস ক্ষমতা শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, পাখিও শব্দবিন্যাস করতে পারে।
ছোট্ট প্রজাতির জাপানি টিট পাখি যখন বিপদ বা শিকারির উপস্থিতি বুঝতে পারে, তখন তারা বিভিন্ন রকম ডাক দেয়। এসব ডাকের কোনোটি একটি শব্দ; আবার কোনোটি কয়েকটি শব্দের সমন্বয়ে হয়ে থাকে। ব্রিটিশ ট্যাবলয়েড মিরর জানায়, প্লেব্যাক পরীক্ষার মাধ্যমে দেখা গেছে, কোনো বিপদ উপলব্ধি করতে পারলে তারা ‘এ বি সি’ ব্যবহার করে। কোনো খাদ্যের সন্ধান পেলে বা সঙ্গীকে ডাকতে তারা ‘ডি’ ব্যবহার করে। কোনো শিকারির উপস্থিতি বোঝাতে এ দুইটির সমন্বয় করে ‘এ বি সি-ডি’ শব্দবিন্যাসে ডাক দেয়। এ বিন্যাসে ডেকে তারা অন্য সঙ্গীদের সতর্ক করে দেয়। কিন্তু কৃত্রিমভাবে এ শব্দবিন্যাসকে উল্টিয়ে দিলে তারা এর কোনো জবাব দেয় না। টিট পাখির এ শব্দবিন্যাসের ক্ষমতা জানতে পারলে মানবজাতির বিবর্তন সম্পর্কেও ধারণা পাওয়া যাবে বলে জানান হুইটক্রফট। সূত্র : নেচার কমিউনিকেশন্স

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]