প্রকাশ: ১২:০০:০০ AM, শনিবার, মার্চ ১২, ২০১৬ | |
রাজশাহী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন ২০ মার্চ। এ নির্বাচন সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই মধ্যে দুইটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও বাকিরা কড়া নাড়ছেন ভোটারদের দুয়ারে দুয়ারে।
জানা গেছে, প্রতি তিন বছর পর ২৮টি পদে সংগঠনটির নির্বাচন হয়। এবার দুই প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেও নির্বাচনের জৌলুস কমেনি; বরং আগের তুলনায় এবার একটু বেশিই।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন লুৎফর রহমান, নূরুল ইসলাম এবং শাহ্ আলম। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাজিম উদ্দীন ভুট্টো ও নূরুল আমিন। সাধারণ সম্পাদক পদে লড়ছেন আবদুর রহমান পটল এবং জার্জিজ আলম সরকার। এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে সহির উদ্দিন সরকার ও নবীরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন শফিকুল ইসলাম ও ইসমাইল হোসেন খোকা। কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়েছেন কে এম শাহীন ও আহসান আলী। প্রচার সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নূরুল হুদা ও আবুল কালাম। এছাড়া সড়ক সম্পাদক পদে লড়ছেন শহিদুল ইসলাম ও শুকুর আলী। কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ প্রার্থী।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |